হয়তো`
- ফয়জুস সালেহীন - আলো আর আঁধারের গল্প ২৮-০৪-২০২৪

আমার সেই ঘুড়িটি কেটে গেছে অনেক দূরে, জানি, পাবনা আমি ঘুড়িটিকে ফিরে।
তাতে কি হয়েছে? আরো কতো ঘুড়িইতো আছে। কিন্তু আমি উড়াতে চাই সেই ঘুড়িটি,যেই ঘুড়িটি হারানো।
হয়তো হবেনা আমার আর কোনদিনই ঘুড়ি উড়ানো।
যে ফুলে বাগিচা সাজাবো ভেবেছিলাম সেই ফুল যে আজ বিলুপ্ত
জানি পাবনা আমি আর সেই ফুলের অস্তিত্ব
তাতে কি হয়েছে? আরো কত ফুলইতো আছে। কিন্তু আমি বাগিচা সাজাতে চাই সেই ফুলে,যেই ফুল আজ অস্তিত্বহীন।
হয়তো আমার বাগিচা চিরদিনই রবে ফুলবিহীন আমার সেই বাঁশিটি গেছে ভেঙ্গে
জানি, বাঁশিটার আর সংস্পর্শ হবেনা আমার ঠোঁটের সঙ্গে।
তাতে কি হয়েছে? আরো কত বাঁশিইতো আছে কিন্তু আমি বাজাতে চাই সেই বাঁশিটি যে বাঁশিটি আজ ভাংচুর।
হয়তো হবেনা দেওয়া আর কোনদিনও নতুন সুর। যে ঘাটে খেয়া ভীড়াবো ভেবেছিলাম, সেই ঘাট কোথায় আজ?
রাক্ষুসী নদী করেছে তাকে গ্রাস।
তাতে কি হয়েছে? আরও কতো ঘাটইতো আছে কিন্তু আমি পৌঁছতে চাই সেই ঘাটে যে ঘাটে এখন শুধু জলরাশি, নেই কোন নগর।
হয়তো হবেনা ফেলা আমার কোনঘাটেই নোঙর। ৫-৭-৯৫ই

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 4টি মন্তব্য এসেছে।

arifulhaquediep
১৮-০৮-২০১৫ ২৩:৪৮ মিঃ

চমৎকার,,,

faijus
০৯-০৫-২০১৫ ০৮:২৬ মিঃ

ধন্যবাদ অফুরাণ কবি সবুজ আহমেদ।

kobisabujahmed
২৯-০৪-২০১৫ ২৩:১৯ মিঃ

nice @@@@@@

faijus
০৪-০২-২০১৫ ১৮:২৯ মিঃ

কেমন লাগলো কবিতাখানি?